৫২ সালের একুশে ফেব্রুয়ারি,
রাজপথে একি রাহাজানি।
চতুর্দিকে বসন্তের হাসি,
কিন্তু সালামের মায়ের চোখের পানি।
সবখানে রোদ্র তবু- একি?
রাজপথে হচ্ছে বৃষ্টি।
রক্তের বয়ে যাচ্ছে স্রোত,
তাকাতেই মোর স্বীয় দৃষ্টি।
বসন্তের কলকন্ঠ গাইসে,
নেই তাতে কোনো মধুর সুর।
ভাইদের আমার খুঁজছে মা,
কিন্তু ভাই তো চলে গেছে বহুদূর।
সেই ভাইয়ের রক্তের বিনিময়,
হলো নতুনদিনের সৃষ্টি।
যার বদৌলতে মোরা বলি,
মায়ের ভাষা যা বড়ই মিষ্টি।
সেদিন ভাষার জন্য হয়েছিল,
বাংলার বুকে রক্তে লাল।
তবু করিনি একটু পরোয়া,
রফিক জব্বার ছিলো বড় বেসামাল।
মোরা রক্তে কিনেছি দিন,
শত্রুর মুখে দিয়েছি লাগাম।
মোরা বাংলাভাষা কিনেছি,
রক্ত দিয়ে শুধেছি দাম।
================
তুমি অমর একুশ,
তুমি রক্তে কেনা দিন।
মোরা ভুলবোনা তোমায়,
মোদের কাছে আছে তোমার ঋণ।
তুমি আসো বছর ঘুরে,
উল্টিয়ে দাও স্মৃতির কথা।
তুমি আসলে পাই রক্তের গন্ধ,
বুকে জাগে ভ্রাতাদের হারানোর ব্যথা।
তুমি মহান একুশ,
তোমার জন্য ভাই হয়েছে নিহত,
তুমি রক্তে কেনা একুশ,
তুমি পুরোটাই রক্তে রঞ্জিত।
তোমার রক্ত দেখায়,
রক্তমাখা ঐ কৃষ্ণচূড়ার ডাল।
আজ দিতে পারিনা রক্ত,
তাই পুস্পতে করি লাল।
তুমি স্মৃতির একুশ,
তুমি রক্তে কেনা দিন।
তুমি আসলেই মৌনতা,
বক্ষেবেদনার আলপিন।
তুমি রক্তে কেনা দিন,তুমি রক্তে কেনা দিন।