অনুপম ঐ সুখের নীড়
আমার অনুপ্রেরণাতে তৈরী,
ভাঙতে বলবোনা ভেঙেও যাবেনা
আমিও হবনা বৈরী।
যদিও ঐ সুখের দাম্পত্য
ভেঙে যায় স্মৃতির ঝড়ে,
তবে মিথ্যে আমার প্রণয়
নি:শেষ হবে তা চিরতরে।
ঐ দাম্পত্য চিরকাল
গগণচুম্বী হয়ে দাঁড়িয়ে থাক,
গর্বে অহংকারে আর ভালবাসায়
আর মোর অনুপ্রেরণা মুছে যাক।
দূর হতে দেখে যাব তোমাদের
চেয়ে রব নিস্পলক আমৃত্যু,
বিমুর্ত সুখের ঠিকানা খুঁজে দেব
কভূ মিথ্যে অভিলাষে নহে শত্রু।
আমার অনুপ্রেরণাতে তুমি
দিণমনির মত থাক জেগে,
বিশ্বাস শতখন্ড তাতে নেবনা প্রতিশোধ
কভূ অযথা একটু রেগে।
কিংবা দেবনা অভিশাপ
করে যাব সদাই আশির্বাদ,
তুমি সুখে থেক মোর অনুপ্রেরণাতে
যেওনা হয়ে বরবাদ।