নিশি!
তুমি বরং এরকম বৃষ্টি হও!
সময়-অসময়ে আমাকে ছুঁয়ে যাও...
আমার বারোটা বাজিয়ে দাও!
তোমার বৃষ্টিতেই যাতে ভিজি দিবানিশি। 🙂
নিশি!
তুমি সময়-অসময়ে বৃষ্টি হয়ে ঝড়ে পড়ো!
আমার ধুমড়ে-মুচড়ে যাওয়া অমলিন শহরটায়!
ভাঙ্গা শহর বলে কিছু একটা আছে, সেখানে বৃষ্টি হোক, মেঘ হোক, ঝড় হোক তুফান হোক।
তোমার হাওয়ায়!
নিশি!
আমি চাইলেই তোমার সামনে দাঁড়াতে পারি!
তবুও,চাইলেই সব জানার পরে এখন আর তোমার সামনে দাঁড়াতে পারি না!
নিশি!
আমি চাইলেই তোমার চোঁখ আশ্চর্য দিয়ে কিনে ফেলতে পারি!
তবুও,চাইলেই আমি পারি না!
সব কিছুর পরে নিজেই কেমন জানি আছন্নতা।
নিশি!
আমি চাইলেই তোমাকে আবেশিতও করতে পারি!
তবুও তুমি হয়তো বিমোহিত হবে অন্য কারো আবেশে!
আমি জানি পূরনো মায়ার দমকা বাতাস এখনো লাগে তোমার এলোকেশে!
কেননা;
বাস্তবতার ঘুর্ণিঝড়ে উড়ে যাওয়া আমি:
তোমাকে পাওয়ার আগেই;হারানোর তীব্র যন্ত্রণায় ভুগেছি!
মিথ্যের শক্ত প্রাচীরে হৃদয়কে করেছি কারাগার!
জেনেছি...বুঝেছি...
কিছুটা সয়ে যাবে!
কিছুটা রয়ে যাবে!!
আমার জীবন আর কি?
এই আছি এই নেই!
আমাকে ছুতে চাইলেও, হারাবে তুমি খেই🙂