এসময়ে ছাত্র,
তুমি ৫২ এর সালাম রফিক।
ছাত্র তুমি,
তুমি আবু সাঈদের মত দু:সাহসিক।
ছাত্র তুমি,
তুমি বদলে দেবার কারিগর।
ছাত্র তুমি,
তোমার হাতেই হবে এ দেশ সংস্কার।
ছাত্র তুমি,
অন্যায়ের প্রতিবাদে রাজপথে জ্বালাবে আগুন।
ছাত্র তুমি,
তুমি তুমি মুক্তি, তুমি শক্তি, তুমি আষাঢ়ের ফাগুন।
ছাত্র তুমি,
কখনো নিভে যাবে না তোমার জ্ঞানের অগ্নিশিখা।
ছাত্র তুমি,
জীবন মানেই তোমার যুদ্ধ আর পরীক্ষা।
ছাত্র তুমি,
আছো আশার আলো হয়ে।
ছাত্র তুমি,
দেশের গর্ব তোমায় নিয়ে।
ছাত্র তুমি,
সবার উপরে তোমার শির।
ছাত্র তুমি,
তুমি জাতির শ্রেষ্ঠ বীর।
ছাত্র তুমি,
স্পর্ধায় মাথা তোলার ঝুকি।
ছাত্র তুমি,
তোমার মধ্যে আগামীর সম্ভাবনা উঁকি।
ছাত্র তুমি,
এসময় তীব্র আর প্রখর।
ছাত্র তুমি,
তোমার মধ্যে নিহিত ভয়ংকর।
ছাত্র তুমি,
আনবেই আনবে তুমি ছিনিয়ে আলো,
এসময়ে অন্যায়ে তুমি, আবার র ৭১ এর অস্ত্র তুলো।