অনিদ্রিতা!
আমি পেতে চাইনা ছুতে চাইনা,
আমি ভালোবাসতেও চাইনা তোমায়।
বারবার ফিরে আসি, বারংবার ভালোবাসি,
সব কিছু ছেড়ে বাধা পড়েছি তোমার মায়ায়।
অনিদ্রিতা!
তুমি জানো, হারিয়ে যাবার পরে তুমি,
বুঝেছি আমি, প্রতিদিন তুমি কে ছিলে-----
আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, আমি লজ্জিত,
তুমি কি পারোনা শুধু একটিবার যেতে সব ভুলে------
অনিদ্রিতা!
তুমিই তো ছিলে আমার প্রথম ফুটন্ত গোলাপ,
তুমিই তো ছিলে আমার ছোয়া প্রথম ফুল।
এখনো তুমি চাইলে হতে পারে সোনালী প্রহর, হতে পারে ভালোবাসার শহর।
শুধু তুমি চাইলেই ক্ষমা করতে পারো আমার সব ভুল------
অনিদ্রিতা!
পৃথিবী ছেড়ে ছুটে যায় মানুষ ভালোবাসা পেতে,
আমি মাত্র ৩টি বছর ছেড়ে দিলাম তোমারই কারণে।
তুমি কি পারোনা আগের সেই মানুষটি হয়ে,প্রেমের সেই ফুল হয়ে।
ভ্রমর হয়ে আসতে আমার বাগানে-------
অনিদ্রিতা!
চাইলে ফিরে আসা যায়, চাইলেই আবার শুরু করা যায়,
মানুষের জীবনে কত গল্পই না গল্প হয়ে আসে।
তাই বলে তুমি আমার হবেনা, কেন অনিদ্রিতা?
কালো আধার মেঘের পরেও তো রোদ হাসে।
অনিদ্রিতা!
আমি তোমার লেখা একটি শব্দ দেখবার জন্য,
পুরোদিন তোমার জন্য লিখে দেই।
তুমি শুধু দিন হতে আমায় কিছু মুহুর্ত  দিও,
আমার দিন গুলি ভালো হবেই, আলো হাসবেই।
অনিদ্রিতা!
তুমি আমার হবেনা জানি, আমার সূর্য হয়ে থেকো,
আমায় আলো দিও, চাঁদ হয়ে আধার হতে পূর্নিমা ছড়িও।
চাঁদ কিংবা সূর্য হতে আমার হতে হবেনা প্রিও।
শুধু তোমার ব্যাস্ত সময় হতে কিঞ্চিৎ সময় দিও------
অনিদ্রিতা!
তোমার সময় চলে যায়, হেলায় ফেলায় কিংবা অবহেলায়,
জানি এমনও হয় সময় আর কাটেনা তোমার!
সেখান হতে বিরক্তিকর কিছু মুহুর্ত আমায় দিও,
তুমি হয়তো জানোইনা ঐটুকুতেই কেটে যাবে আমার আধার।
অনিদ্রিতা!
তুমি আমার প্রথম স্পর্শ, তোমায় ছুতে চাওয়া কি চরিত্রহীনতা,
আমি আমৃত্যু তোমার স্পর্শ চাই, সেটা আমার অপরাধ।
আমায় কেউ বুঝবেনা, জানি শুধু তুমি ছাড়া,
তাইতো আমি তোমায় পেলে চাইনা স্বর্গের স্বাধ।
অনিদ্রিতা!
জানো তো তুমি, আমি দূর হতেই কতো ভালোবাসি তোমায়,
আমি তোমায় ছুয়ে দিতে চাইনা, স্বাদ নিতে চাইনা।
শুধু তোমার নাম দলিলে আমার, ভুল ভেংগে তুমি আসবে আবার, সত্যি আর কিচ্ছুই চাইনা।
অনিদ্রিতা!
একবার ফিরে আসো প্লিজ, সব ছেড়ে দিবো যে,
জীবনই  না হয় দিয়ে দিবো তবুও কষ্ট দিবোনা তোমায়।
অনেক সমস্যা, অনেক বাধা, অনেক জীর্নশীর্ন পথ,
একবার তুমি আসতে চাইলে সবই দূর করে দিবো ভালোবাসায়।

অনিদ্রিতা!
ভালোবাসায় বাধা থাকে, গল্প থাকে, থাকে সামাজিক বা পারিবারিক শত শত প্রতিবন্ধকতা।
একবার দুটি হাত এক হলে, সব বাধাই চলে যায়।
শুধু থাকতে হয় ভালোবাসায় শতভাগ সততা।

অনিদ্রিতা!
একবার শুধু তুমি সম্মতি দাও!
তুমি ভয় পাচ্ছো বোধ হয়, ভয় কিসের ভালোবাসায়?
শত কিছুর পরে দুজন এক হবো, সব বিপদ সামলে নিবো,
বোকা মেয়ে ভয় পেতে নেই কাছে আসায়।

অনিদ্রিতা!
তুমি কি রাগ করে আছো এখনো?
একসময় পাথর ফেটেও লোনা পানি আসে।
সব রাগ ভুলে যেতে কি পারোনা,
আর একটিবার শুধু একবার আমায় ভালোবেসে।

অনিদ্রিতা!
আমি সত্যি বলছি চাইনা স্বর্গ কিংবা অন্য কারো হতে সুখের ছোয়া।
আমি ভুল শেষে অনুতপ্ত এখনো টানে তোমার মায়া।

আমিও সেই তোমায় চাই,আমি ভালোবাসা চাই।
আমার জীবনে সবখানে চাই তোমারই ছায়া।

অনিদ্রিতা!

আমি সত্যি এবার মরে যাবো, আমি সত্যি অনেক কষ্ট পাবো।
অনিদ্রিতা! একবার শুধু একবার আসোনা ফিরে-----
সব ভুলে আমি তোমার হবো, কোথায় থাকার জায়গা না হলে,
থাকবো না হয় বাবুই পাখির নীড়ে।