বিধি তুমি বলো
কতটুকু দুখ দিলে
সহধর্মিণীকে হারাতে হবে না
সেই টুকু দুখ আমি নিরবে সইবো
বিধি তুমি বলো
কতটুকু সুখ কেড়ে নিলে
সহধর্মিণীকে হারাতে হবে না
বিলীন করে দাও সেটুকু সুখ
বিধি তুমি বলো
আর কত উপাসনা করতে হবে
পৃথিবী থেকে ব্রেকআপ যেন না হয়
আমার সহধর্মিণীর মাঝে
আমি সে টুকু উপাসনা করব
বিধি তুমি বলো
সাত সমুদ্র যদি পারি দিতে হয়
আমার সহধর্মিণী জন্য
এতে ও রাজি
ছিনিয়ে নিওনা সহধর্মিণীকে