মাগো ভাবছো কেনো?
    তোমার ছেলের জন্য
তোমার ছেলে শহীদ হইছে
   মেধাবীদের জন্য
তোমার একটা ছেলে
    শহীদ হইছে
হাজার ছেলে জন্ম নিছে
      গর্ব তোমার
  শহীদ ছেলের জন্য
সব মেধাবীদের মাঝে
    থাকবে বেঁচে
তোমার ছেলে
  হাজার বছর ধরে