শত দিনের বাঁধন ভেঙ্গে
কচি কপতের সাথে
নোটন যাবে চলে ?
বিশ্বাস হতে চায় না মনে
নিজ চক্ষুষে প্রমাণ
শুধু মানব জাতি না
   প্রাণ,যৌবন
ঐশ্বর্যের ক্ষমতা আছে
সুযোগ বুঝে নিজের
স্বর্গকে বেছে নিতে
অপেক্ষায় থাকে শুধু
সময়ের ব্যবধানে।