আমার মৃত্যু হয়নি।
আমার জীবন থেকে
কেড়ে নেওয়া আত্মা
পৌছায়নি স্বর্গে।
পৃথিবী থেকে যেতে
অনেক সময়ের
ব্যবধান আছে।
আমার দেহ দাহ হয়েছে
তবে আত্মার দাহ হয়নি।
যতবার চিতার অনলে
জ্বলবে যত মৃত লাশ।
ততবার হতেই থাকবে
আমার দাহ আত্মার চিৎকার।
সেই দিন আমার
চিৎকার শেষ হবে
যে দিন বিধাতা তার স্বর্গে
দিবে আমায় স্থান।