দেবী কেন করেছিলে আমায় আইবুড়ো ?
আমার কি ছিল অপরাধ ?
ধ্যান করে দেখ কি ছিল তোর অপরাধ
দূর্গা পূজায় বাসি ফুল দিয়েছিলে আমায়
আলসামিতে তুই ছোট্ট বেলায় ।
দেবী কেন করেছিলে আমায় ?
অল্প বয়সে স্বামী হারা ।
ধ্যান করে দেখ সেই যুবতীর বেলা
পূজার মাল্য তোর চরণের হেলায়।
দেবী কেন করেছিলে কন্যা দান ?
প্রভাতের বেলায় অশ্রূসজল চোখে
ডেকেছিলে আমায় ।
কিছু চেয়েছিলে বটে অল্প সময়ের ব্যবধানে
নিতে পারসনি ঐ ভিক্ষুকের অভিশাপে।
দেবী ভিক্ষুকটা কেন হয়েছিল আমার স্বামী?
দেবী বিসর্জন বেলায়
ঐ ভিক্ষুক চেয়েছিল তোমায়
সয্যে করতে পারিনি আমি
সে আরাধ্যনা করেছিল
সকাল সন্ধ্যা বেলা।