ঝরে গেল আট বছরের ফুল কলি
ধর্ষক হিটু ভোমরা হয়ে
ঝরে দিল আট বছরের ফুল কলি
হৃদয় কাঁদে দেশ জনতার
এই দৃশ্যটা ক্যান দেখি
ধর্ষক হিটু বেঁচে থাকবে
এই লজ্জাটা দেশ বাসির
আছিয়ার মায়ের আহাজারি
এই দুঃখটা দেশকে বলি
ঝরে গেল আট বছরের ফুল কলি
ধর্ষক হিটুর জনসম্মুখে
খোলা মাঠে ফাঁসি চাই।