সেই ১৯৭১ ,সালে জন্ম হয়েছিল আমার
সিরাজগঞ্জ অদূরে ছোট্ট একটি গ্রামে
চারদিকে ঐ বন্দুকের গোলাগূলিতে
নিথর দেহ পরে রয় ।
বোবা কান্নায় নিস্তব্ধ হয়ে যায়
মায়ের প্রসব বেদনায় কান্নায়
জর্জারিত আকাশ বাতাস প্লাবিত হয়
গ্রামে কেউ নেই শুধু এক পাগলি ,
মায়ের আর্তনাদে ছুটে যায়
শয্য করতে পারে না আকাশ বাতাস
মাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে
জন্ম হল আমার
ঐ পাগলি আমায় নাম রাখিল বাংলাদেশ
গ্রামে যখন দিল আগুন
ঐ পাগলি কি আর ঠিক রয়
কিন্তু বাঁচতেও পারেনি ঐ পাগলী
রাজাকার বাহিনীর অত্যাচারে হাতে
আমাকে ফেলে দিল সেই এক জঙ্গলে
উপরে এক বসে আছে বিধাতা তার নাম বলে
রক্ষা করিল এক সাধুবেটা কূকুরের বেশ ধরে
সন্তান হারা এক মাতার আর্তনাতে
ছুটে গেল ঐ দরবেশ বাবা
দিয়ে দিল আমায় তাকে
স্বাধীন হলো দেশ এর নাম বাংলাদেশ