হসপিটালে জরুরি বিভাগে
কান্নার বিলাপ
যার মাধ্যমে নিখিলে আগমন
সেই হারিয়ে যাচ্ছে
নিজ চক্ষুষে দেখা
তাদের কান্নার বিলাপ
নিজের চক্ষুর অশ্রু
ধরে রাখা অপারক
ছুটে এল অগোছালো
পীরকামিল নেশাযুক্ত
পুত্র তাহার জড়িয়ে লুটে
আত্মচিৎকার জনসম্মুখে
শেষ চুম্বন করে বাবাকে
অশ্রু শিক্ত জলে
ছিন্ন করে বিদয়
আর আসবে না
এই ভবে