আদিত্য, তোমাকে দেখলে
মাঝে মাঝে খারাপ অনুভূতি হয়
দিন দিন বৃদ্ধ হচ্ছো তুমি
দিন দিন বয়স বাড়ছে তোমার
ক্লান্ত পথিকের মতো ক্লান্ত হয়ে পড়ছো তুমি
দিন দিন ঝলছে পড়ছে তোমার দেহ
তবে কি মহাবিশ্ব পুড়িয়ে পুড়িয়ে
তুমি হয়ে যাচ্ছো নিঃশেষ!
তুমি না থাকলে পৃথিবীতে নামবে মহামারী
সভ্যতার সব হবে ধ্বংস
জগতে সব হবে অচল
আদিত্য, তুমিহীন আমাদের অস্তিত্ব হবে বিলীন!