সুখের জোস্না অনেক দুরে
যদি পড়ে ধরা
আলোয় আলোয় স্নাত তুমি
মধুর জীবন খানা
সুখের জোস্না পেয়ে
ভুলোনা তোমার রবকে
যে রব সুখের জোস্নায়
মহাকালে রাখবে তোমাকে
সে রব ইচ্ছে করলে
জ্যোৎস্নার আলোকে জড়িয়ে
সকল অমানিষা দুর করে
তোমাকে রাখতে পারে সুখের সাগরে