সুখের জোস্না অনেক দুরে
যদি পড়ে ধরা
আলোয় আলোয় জড়িয়ে
মধুর জীবন বালা খানা
সুখের জোস্না পেয়ে  
ভুলোনা তোমার রবকে
যে রব তোমায় সুখের জোস্নায়
আলো দিয়ে জড়িয়ে
সে রব তোমায় ইচ্ছা করলে
আম্যাবর্ষায় দুখের সাগরে
  ভাসিয়ে নিরব জলে