অবুঝ শিশু শেখ রাসেল
আজ যদি থাকতো বেঁচে
সোনার বাংলাদেশে,
জাতি তাকে নিয়ে
হয়তো'বা স্বপ্ন দেখতো হেঁসে হেঁসে।
দেশ শাসনের নেতা
সেই স্বপ্নকে বিলিন করে
দুমরে মুচড়ে দিল,
হত্যা করেছে অবুঝ শিশুকে
নিল যজ্য নিষ্ঠুর ঘাতকের দল।
তোদের তো হয়েছে পরাজয়
অবুঝ শিশুকে হত্যা করে,
যে পাপিষ্ঠ হয়েছিস।
কোন দিন হবে না
তোদের ক্ষমা চিরতরে।