শর্বরী তোকে ভালো লাগে
ভালো লাগে না তোর নিরবতা
তোকে ভালো লাগে সেই সময়
জলধরের তরঙ্গের বায়ু
চাঁদনীর আলোর সাথে মিশে যায়।
রজনীকান্ত চেয়ে থাকে
শুধু একা জলধরে
ডাকছে মিলে যেতে
মিলে যেতে চাই।
আচমকা তিমির ইতি হয়ে
শূন্য থেকে দিনমণির আলো।
জলধরের শেষ প্রান্তে দেখা গেলো
প্রভাতের বেলায় জলধরের
আরেক রকম তরঙ্গ
সমিরনের আওয়াজ শু শু…....
বন্দরে জাহাজের নোঙর
টিপ টিপ আলো বন্ধ হয়ে যায়
লোকালয়ের কথাপথোন
যে যার ব্যস্ত সময় পার
শর্বরী তোকে ভালো লাগে
ভালো লাগে না তোর নিরবতা