যমুনার ঐ নীল তরঙ্গে
ভাসাইছে মোর গাঁ
ভালবাসায়  টানে ভেসে যাব
আমার সোনার গাঁ