সবিতা জেগে ওঠো
তোমার জাগার অপেক্ষায় মাকলুকাত, প্রকৃতির সৌন্দর্য!
নিলজ্জ শীতের ভয়ানক থাবা
সীমা পেরিয়ে অসয্য।
তবে শীতের মিষ্টি হাওয়া
গর্বে উৎফুলিত করে
মন কেরে নিয়ে ছিলো প্রকৃতির।
একদিন তোমার প্রখর তাপের জন্য
তুমি ঘৃর্নিত হয়েছিল বটে
এখন তোমার জন্য ব্যাকুল।
তুমি কি জানো ?
শীত একা নয় তার সঙ্গে
কুয়াশা, শিশির, হিমেল হাওয়া,
তুষার আঘাত হানতে ভুলছে না।
সবিতা তোমার না থাকায়
তোমার সংকটে বিস্তৃত সমস্যা।
সবিতা তুমি নিখিল কে
তোমার আচলে জড়িয়ে রেখেছো।
তাই তোমার সঙ্গ ছাড়া নিখিল ব্যমানান।
সবিতা রাগে অভিমানে নিজেকে
লুকিয়ে রেখো না।
ফিরে দাও প্রতি দিবসে মতো
তোমার রুপের ঝলকানে হাসি
খুঁজে পাক নিখিলের যৌবন।