রোজা এসেছো তোমার আসায় ইসলামী সুগন্ধি ছড়াচ্ছে
তুমি এসেছো বলে ইসলামি ধার্মিকদের আনন্দ হচ্ছে
তুমি এসেছো বলে আত্মসংযম সৃষ্টি হয়েছে
তুমি এসেছো বলে জনজীবনের শান্তি ফিরে এসেছে
গরিব দুঃখীর দুঃখ বুঝতে শিখছে অর্থ ব্যাক্তিরা
তোমার সাধনায় উজ্জ্বলিত যারা
তারা ফিরে পাবে পরকালের শান্তি সুখময় জীবন
তুমি এসেছো বলে সম্পদে হিসাবের যাকাত দিচ্ছে ধনীরা
তুমি এসেছো বলে গরীব দুঃখীর অধিকার ফিরে পাচ্ছে
তুমি এসেছ বলে অবিচার নির্দয় পাপ ধ্বংস হচ্ছে।