কর্মদফতর থেকে আলয় যাবো
কান্তা নেই নীড়ে।
রিজিক কি আজ নীড়ে হবে ?
রান্না পারি নাকো।
আচমকা চিত্তে জাগে
যামিনীতে নিয়ে যাই।
ফলমূল অতিস্বাদে
আপেল, কলা,কমলা পেঁয়ারা
কিনলাম সামর্থ দামে।
গাজর কিনতে হাত বদল হইল
রিজিক নাই যে মোরে।
চার হস্তে রিজিক ক্রয় করে
দুটি হৃদয় রুপে।
দুই সংসারে হাসাহাসি হলো
কাব্যিক কাহিনিতে।
রিজিক যে এলাহির হাতে
সর্বজনি জানে।