এখনো মনে পড়ে
নিশীথের কথা
বুকে জড়িয়ে
বিহঙ্গের মতো নীড়ে
কত বলেছে গল্প কথা
নিজের সুখ বিসর্জনে
সন্তানের সুখে আত্মহারা
প্রত্যুষের স্মৃতি
এখনো মনে পড়ে
দিন যায় রাত আসে
কভু ডাকে না আর পাশে আছে