মসজি, মন্দির,গির্জায়,প্যাগোডায়।
গিয়ে তুমি দেখো
যার যার ধর্মের বিশালতা কতো?
হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ।
যার যার ধর্ম তার তার মতো।
বিশাল পৃথিবীতে নেই
কোন সৃষ্টির তারতম্য
যার যার ধর্ম তার তার মতো
সমস্ত প্রাণী জীবের নাই
কোন ধর্মের নির্দিষ্টতা
শুধু মনুষ্যর সমূহের আছে
হিংসের কেস
তাই তো ধর্মের ভিন্নতা বেশ।