ক্ষমতাহীনকে ক্ষমতা দেয়নি
ক্ষমতা দিয়েছি ক্ষমতাবানকে
ক্ষমতার ব্যভিচারে গিলে ফেলেছে
ন্যায্য অধিকার
রেহাই কবে?
বৈষম্যের হিংস্র থাবা থেকে
যেদিন সমস্ত ন্যায্যহীনদের পিঠ
দেওয়ালে লেগে যাবে
সেই মুমূর্ষ কাল বেলায়
ফিরে তাকানো মায়া
এক যুগের ক্ষুধার্ত হিংস্র
জানোয়ারের চেয়ে ভয়ানক রূপ