অমানিশা ঘোর
মেঘের উপরে কালো মেঘ
অসহনীয় বজ্রের ক্রন্দন
ঝঞ্ঝার অসিত থাবা।
ভূমিকম্পের উৎপত্তি
আগ্নিগিরির জলন্ত পবন
প্রাণী জীবের ভয়ংকর ছুটাছুটি
নদী সাগরের ভূমিধস
নিখিলে ভুমি নেই শুধু জল রাশি।
মসজিদ,মন্দির,গির্জা,প্যাগোডা
নৌকার মতো জলরাশির উপরে
ধর্মের অনুসারীরা যাত্রী।
সহজে উঠা যায় না ধর্মের নৌকায়
টিকিট পাওয়া দুষ্কর
জমানো ধর্মের উপার্জন
যে যার মতো ব্যস্ত
এ যেনো...
পৃথিবী পটল তুলছে।
উচ্চ স্বরে বাঁচার কলধ্বনি
দয়া যার সেই দয়াবান
নিজ রুপে ক্ষমা করে
সবার জীবন করে দান।
অসহনীয় বজ্রের ক্রন্দন থেমে যায়
জল রাশি পৃথক হয়ে ভুমি
ফিরে পায় প্রাণী জীব দিনের আলো
হাসি মুখে যে যারমতো ছুটে বেড়ায়।
শুরু হয় পাখি কীটপতঙ্গের
গুণগুনানি সঙ্গীতের আওয়াজ
ফিরে পায় নব বিটবির স্বপ্ন ।
সাদা মেঘ ঘুরে বেড়ায়
এ যেনো...
এক নতুন পৃথিবী।