অবিরাম ব্যাথা নিয়ে অভিমানে
চলে গেলে বুদ্ধিজীবীর ছেলে
কি অভাব কি তোমার শংকট?
একবার যদি বলতে
হয়তোবা তোমাকেই নিয়ে
বাস্তবটা তুলে ধরা হতো জনসম্মুখে
যেভাবে বিদায় নিলে
এভাবে আশা করতে পারিনি
তোমার শত শত ভক্ত শিক্ষার্থী
নীরবে অশ্রু ঝরছে।
তোমাকে নিয়েই তাদের স্বপ্ন ছিল।
শেষ বিদয়ে তোমাকে স্মরণ করে
গাওয়া হলো সঙ্গীত অশ্রুতে সিক্ত
তোমার বিদয়টাকে নিরব ব্যাথা হয়ে
সবার মনের গহীনে স্মৃতি হয়ে রইবে।
জানিনা সষ্টার কাঠগড়ায় কিভাবে জবাব দিবে।
তোমার বিদয়ের পথ নিজে থেকে বেছে নেওয়াটাকে কেউ মেনে নিতে পারেনি।
তবু আর্শীবাদ জানাই সৃষ্টিকর্তা
তোমাকে স্বর্গ দান করুক।