কবিতা অন্তরাত্মা কাঁদে

লেখক মোঃ সোহাগ আলমগীর

মায়ের জন্য অন্তরাত্মা কাঁদে
কেউ বলে না তনয় পাশে আছি
যেদিন শুনেছিলাম ওপাড় তোমাকে ডাক  দিয়েছে
সেই তোমাকে জড়িয়ে  অশ্রু ঝরেছি
যেতে দেব না তোমাকে
ক্রন্দন এখনো ঝরে
লোচন সিন্ধু শুকিয়ে যায়নি  
শুকিয়ে গিয়েছে ভালোবাসা নামের সিন্ধুটি
মাঝে মধ্যে যখন লোচনের সিন্ধুতে জোয়ার আসে
ভেসে যায় হৃদয়ের সুপ্ত অনুভূতি
কোন আলোয় আলোকিত করে না
যেদিন কফিনে শেষ বিদায় দিলাম তোমাকে
সেই দিন মনে হয় ভালোবাসা হারিয়ে
নিষ্ঠুর অমানবিক অসহনীয় জীবন
মা এমন একটা শব্দ যার ছায়াটা বিশাল
ক্ষণে ক্ষণে অন্তরাত্মা কাঁদে
ফিরে আসা যায় না?
যদি ফিরে আস...
কোন দিন কোন কালে
যেতে দেবো......না।