দূর আকাশে  মেঘালয়  লুকান্ত কিশোরীর হাসি
কারু নকশি  মেঘের  রঙধনু নিরব হাঁটার  দৃশ্য!
ছুঁয়ে যাওয়া  বিকেলের অদৃশ্য চিঠি
উড়ে বেড়ায় অচেনা  দিগপানে
ক্ষন বেলা  অনূভুতি সন্ধ্যা রংধনু হিমালয়
দিগএদিগ জোস্নার অমৃত হাসি