বিপদ আসলে ভয় করোনা
প্রভুর প্রেমে পড়
নিশি রাতে জেগে তুমি
তাহাজ্জুদ নামাজ আদায় করো।
এই জিবনে প্রেম করেছো
অনেক জনের সাথে
বিপদ হলে কেউ আসে না
স্বার্থ যদি মিছে
প্রভুর প্রেমে পড়ে দেখ
কেমন মজা লাগে
বিপদ কালে প্রভুর কাছে
নিরব রাতে ডাকো
দেখবে তোমার বিপদ কালে
সঙ্গে তোমার প্রভুর সনে
ভয় নেই কোন মিছে।