আকাশের তাঁরা
মিট মিট করে।
চাঁদের হাসি দেখে
আলোর ঝলক বাড়ে।