প্রেমবদন্তি কেন অভিমান?
যদি তুমি বলতে
জীবনের আক্রোশ ভয়ানক থাবা
প্রতিবাদ জন সম্মুখে, মঞ্চে
তোমাদের কন্ঠে উচ্চ স্বরে
মুখরিত সবাই
ব্যস্ত পুরো পৃথিবী
যাদের তান্ডবে তুমি বিভীষিকা
ওরা তো বেঁচেই আছে
শুধু নিজেকে শেষ
প্রেমবদন্তি তুমি কি জানো?
ভুলে নীলিমার গায়ে
মূর্খতার অভিশপ্ত নিলজ্জ্য
নিরবতা ইতি অঙ্কন
ঘৃণায় জর্জরিত মূর্খতা
প্রেমবদন্তি শুধু তুমি কাল্পনিক
মুছে যাওয়া টুকরো কাহিনী