সুন্দরময় যুবক
হসপিটালের কেবিনে শুয়ে।
তার কোনো রোগ ধরা পরে নাকো।
হাজার হাজার টাকা খরচ করে
রোগ মুক্ত হয় না যুবকের
যত নারী যত, প্রেমোময় সঙ্গী
অবাধে মুক্ত তবে,
হয় না কেনো প্রেমোময় যুক্ত
সেই প্রথম জীবনের স্বপ্ন
ভাঙিয়া যদি হয় ক্ষয়
তবে কি আর হৃদয়ের
অঙ্ক মিলানো যায়।
প্রেম বিলাশে যদি ধরে আগুন
সেই আগুন নেভানোর ক্ষমতা
আছে কি কোন ঔষাধোলয়।
সেই পারে তবে সময় শেষ
সঙ্গী হয়েছে অন্যর ঘরনি
নিশ্চুপে সেউ প্রেম ব্যাধিতে আক্রান্ত।