দীর্ঘ অপেক্ষায় থাকি
ভালোবাসা দিবসের
তাকে চাই !
তাকে প্রকৃত তার মতই চাই
তার চুম্বনে শিহরিত মন
হৃদয়ের যৌবনে ভেসে যাব দু'জনে।
সব গ্লানি মুছে গিয়ে তার কেশে
লাল গোলাপ গেঁথে দেবো।
মিষ্টি হেসে ছোট ছোট দৌড়ে
আলিঙ্গন করব দুজনে
হাতে হাত ধরে শত পথ বেয়ে
মনের বারান্দায়
দু'জন দু'জনা মিলে যাবো বাতাসে.......