রমনির লোচনের অশ্রু
নিরবে ঝড়ে যায়।
কেউ নেই দেখার
রমনির দিন কাটে না।
দুঃখে ভরা মনে
কখন আসবে দাদা।
সময়ের ঘন্টা বাজে না
জাহাজের মাস্তুলের জলাধরের স্রোত
ডেউয়ের তরঙ্গ শেষ হয় না
এই বুঝি দাদা আসবে
রমনির শশুর বাড়ি
অত্যাচারের হাত থেকে রক্ষা পাবে।
দু,মুটো ভাত পেট খানি ভরে
কাজের ও মেয়ের তো দাম আছে
সেটুকু নেই রমনির।
যৌতুকের অত্যাচারে হার মানতে হয়েছে
মৃত্যুর কাঠ গড়ায়।
রমনির মুখের বুলি.
দাদা আর যাওয়া হলো না
তোদের বাড়িতে।
এসে কাঁদবি তবে
ফিরে আসবো না তোদের মাঝে।