এ কেমন জীবন্ত অন্ত্যেষ্টিক্রিয়া
সকল মনুষ্য সমূহ একই চিতায়
বেনাপোলে জীবন্তদাহ।
সতীদাহ প্রথা......
হাও মাউ করে চিৎকার
বাঁচার আকুতি.......
কেউ শোনে না, শুনবেই কি?
এ যেনো সতিদাহ প্রথার আইন বাস্তবায়ন
ভগবানে অবকাশ
শুধু ছাই আর ছাই....
এ চিতার ছাই জলের সাথে মিশে যাবে না হয়,ত..
অস্থায়ী শ্মশানে জীবন্তদাহ
স্বজনদের থেকে বিচ্ছিন্ন
সিঁথির সিঁদুর মুছতে মানা
ক্ষণে ক্ষণে পরিবার বর্গ।
চিতায় জ্বলে জ্বলে নিস্তব্ধ।
চিতার সাজ্ব সজ্বা
নিয়ম কানুন সব থেকে পৃথক
কেমন অজানা জীবন্তদাহ।
জ্বলে জ্বলে বস্তুর ছাই
মনুষ্য সমুহের ছাই একরূপে রুপান্তিত।
ধনি,গরিব,ছোট, বড়,জাত অজাত,একই রকম কয়লা
,ছাই
তুলনা যে হচ্ছেই না.....
বাস্তবতা কেমন কোথায় তাদের দাম্ভিকতা
কোথায় তাদের বিবেকের মানবতা
কোথায় তাদের পার্থক্যর সীমা।
শত কান্না স্বজনদের
ফিরে পাওয়া হলো না
লাশের এক খন্ড চিহ্ন।
শত শত বার খুঁজে নিঃশেষ. ….
অবুঝ শিশুটি মায়ের চিরচেনা
মুখ থেকে বঞ্চিত।
কি দোষ অবুঝ শিশুটির
এটাই বাস্তব,
বেনাপোলে জীবন্ত অন্ত্যেষ্ঠিক্রিয়া।