জানি নি নে
এমন কলত্র
সঙ্গী হবে।
কত কাল
কত বছর
অনুপম কলত্র খুঁজেছি
পাহাড় পর্বত হিম সাগর
পায়নি খুঁজে।
অনুপম কলত্র
সেই দিন পেয়েছি
শ্রীঘরে কাল্পনিক স্বপ্নে।
ভাবতে অবাক
শ্রীঘরের আসামি
কলত্র শ্রীঘরের রাজকর্মচারী
সম্ভব হয় কি ভাবে
আসামি হয়ে
রাজকর্মচারীর প্রেমে।
এমন বন্ধনে আবদ্ধ
কলত্রর দ্বায়িত্বটা
বহন করতে হলো।
সেই কলত্রকে
অনেকের অপমান লাঞ্চিত
সহ্য করতে হয়েছে।
ভাগ্যর বন্ধন বলে বুলি
কেননা কলত্রর স্বামী
শ্রীঘরের আসামি
এই ভাগ্যটাকে কেউ
মেনে নিতে পারে না।