অডিটের ফাঁকে
মনের উল্লাস খোরাক জোগাতে
অডিটের বড় বাবুরা
আমাদের ও সাথে
সিরাজগঞ্জ জিরো পয়েন্টে
ফাঁকা নীলিমার মাঠ
কঙ্কাল যমুনা দেহ
এ যেন যমুনার মৃত্যু হয়েছে
দেখিতে লোকালয়ের ভীড়
যমুনা জোয়ারের আশায়
জাগিবে প্রাণ ফিরে পাবে
যমুনা ঢেউয়ের যৌবন
মাঝি,জেলে উল্লাসে
কর্ম ব্যাস্ততায় গাইবে গান
বিচিত্র মৎসের মুক্ত চলন
বেলার ঝিলিকের সাথে
যমুনার সচ্ছ পানির মিতালি
যমুনার সৌন্দর্য দেখতে
এ সময় সবাই বঞ্চিত
দেখেছি শুধু যমুনার কঙ্কাল দেহ
দাবাদহ মরু প্রান্তর