মৃত্যেুর আহবান
জাগে কি মনো প্রান ?
সবার দুয়ারে,
জমের হাতছানি।
আসিবে শুধু সময়ের ব্যবধান
কেউ বোঝে কেউ বোঝে না
জোম কোনো ধর্ম বোঝেনা।
ছোট বড় সুস্থ অসুস্থ মানে না।
ধনি গরিব কিছুই বোঝে না।
জমের কাল যখন হবে।
কেউ টের পাবে, কেউ পাবে না।
এটাই চির নিরন্তন।