স্বর্গ থেকে বলছি অবনি
প্রেম তুমি যে আমায়, সত্য ভালবাসো
প্রমাণ করে দিলে ভূবনে
আমি নেই এই পৃথিবীতে।
আমি দেখছি স্বর্গ থেকে
আমার কপালে দিলে সিঁদুর
গলায় দিয়ে দিলে আমায় মালা
তুমি সম্পূর্ণ করলে
বিয়ের সাতপাক নিজে একা
কুমারী হয়ে যেন না পুড়ি চিতার অনলে
ভেবেছ যে তুমি
আমি হয়েছি তোমার কাছে ঋনি।
তুমি কি জানো?
আমি ও সম্পূর্ণ করলাম বাসর
চিতার অনলে একা।
খুব ইচ্ছে ছিল
পূষ্প শয্যায় বাসর করব।
বিধাতার কলমে যে
সে টুকো লেখা নেই।
তবে স্বর্গে তোমার জন্য
অপেক্ষায় থাকব প্রেম।