বৃষ্টির পানিতে
মাঠ ঘাট থৈ থৈ
বর্ষার প্লাবনে
ভেঙে যায়....
রাস্তার দু'পাড়ে
ঝাঁকে ঝাঁকে মাছ ধরে
জেলে ও জেলেনি
ন্যাংটা হয়ে ডুব দেয়
ডেহর ও ডেহরি (শিশুদের দল)
তরী ও কলাগাছের ভেলাতে
কিশোর ও কিশোরীর
মনটা খুশিতে হাওয়া খায়
বৃষ্টির বাতাসে
সারা গাঁও তোলপার
বর্ষার উৎসবে
অবসর সময়ে
গল্প সারি গানে
বসে থাকে দুপাড়ে মোড়লের বাড়ীতে।
এলিজার ভেঙে গেছে
কুঁড়ে ঘর, বর্ষার দাপটে
মেঘে মেঘে গর্জন
ঝির ঝির বৃষ্টি
সৃষ্টির সোদা মাটি মোছোমায়া তৃপ্তি
দেখ দেখ বর্ষার পানিতে
ডুবে গেছে মন্টুর মেয়েটি
হায় হায় মানুষের কান্না
বর্ষা বয়ে আনে বেদনা।