তোমাদের হাতের মুঠো চেপে দেখো
এক যৌবন বয়সী নারী
নিরবে রয়েছে ঘুমিয়ে
কেউ বোঝে কেউ বোঝে না
যৌবনের সঠিক ব্যবহার
যেই বোঝে সেই তো
আসল নারী খোজে
যৌবনের বয়স হলেও
কয়েকটি বাধ্যক্যকে ছলোনা করে
নকল নারী খোঁজে
ওরাই তো হিংস ধর্ষক
ওদের মাধ্যমে হাজার হাজার
ধর্ষিতা হতে যাচ্ছে
নিঃপিষিত হচ্ছে
অবলা ঘুমন্ত নারী
যত ক্ষমতাবান নেতা,
কবি, দার্শনিক,
শান্ত ছেলে, সাধু বেটা,
অবলা ছেলে, তাদের মুখোশে
যৌবনে গোপন তান্ডব
হাজার হাজার সন্তানের জন্ম হচ্ছে
ঐ ঘুমন্ত নারীর কাছ থেকে
সেই সন্তানদের
আত্মা ও দেহ হচ্ছে না বটে
এই জন্যই তো
সঙ্গকামী ব্যক্তিরা
নানা অজুহাতে শেষ করে দিচ্ছে
মুখোশ ধারী ব্যক্তিরা
নিশ্চুপ ভাবে অজানায়
পানির সাথে মিশে দিচ্ছে নর্দমায়
এর হিসাব হবে পরকালে
মহা কাঠগড়ায়।
হাজার ও অভিযোগ হবে
নিষ্পাপ শিশুদের আর্তনাদে
তোমাদের হাতের মুঠো চেপে দেখো
এক যৌবন বয়সী নারী
নিরবে রয়েছে ঘুমিয়ে।