গগনে নীরদ
ভুবন জুড়ে অমানিশা।

সাগরে উর্মিলহরীর ভাঙন
ঝটিকার শোঁ শোঁ শব্দ।

অতিশয় অশনি চিৎকার
বৃক্ষরাজি  নীরব ভাবে দুলছে।

ক্ষিতিধর  সাগরের জলে
ক্ষনদা শেষ হবার নয়।

অখিলে শুরু হলো তান্ডব
এ  মহাপ্রলয়- মহাপ্রলয় ।