দেখিয়াছি কত গোমতি
স্রোতের ধারা হারিয়েছে তাঁরা।
ভেবেছি তাদের নিয়ে
দেখিনি কোনো তাঁদের সারা
এ দিকে ভেঙেছে,ঐ দিকে গড়িয়েছে
এই তো তাদের জীবন মেলা।
বিধাতার নিরব খেলা
মানব জাতীর ধংসে
রুপ নিয়েছে গোমতি
মানব জাতীর মঙলে
সাহায্যের হাত বাড়িয়েছে গোমতি।
ভেবে দেখলে বুঝতে পারো
সর্বেসর্বা জীবন ধরা।