সোনার চরের লোকের জীবন
নয়তো সোনার মত
সহজ সরল তাদের জীবন
অতি কষ্টে যাপন
দিন আনে দিন খায়
তবু মুখে হাসি
যখন তখন নদীর জোয়ার
ডিঙি নৌকা সারি সারি
মৎস্য জীবিকায় সমুদ্রে
জলস্রোতে নিত্য রাত্রি বেলা
উঁচু নিচু বাড়িঘর অনেক দূরে দূরে
বিপদ আপদ আসলে
জীবন যুদ্ধে মরে।
তবু তাদের দুখের ঘরে
সুখের আলো জ্বলে