ঈশ্বর অনেক কাছে
কে বলে বহুদূর?
হৃদয়ের আয়নাতে দেখো
ঈশ্বর অনেক কাছে
ঈশ্বর তোমার স্বয়নে স্বপনে
তোমার দেহে
ঈশ্বর তোমার মানবতার আয়নাতে
ঈশ্বরকে ভাবি অনেক দূরে
এ দেহে আত্মা আছে যার
ঈশ্বর স্বয়নে স্বপনে জেগে ওঠে
মানবতার সৃষ্টির শিষ্টতায়
ঈশ্বর অনেক কাছে
হৃদ মনে খুঁজে দেখো
ঈশ্বর কত রূপে
কত ভঙ্গিতে রুপায়িত
যদি ভাবো ঈশ্বর কাছে
তবে এগিয়ে যাও
অর্জন বয়ে আনো
বস্ত্রহীনকে বস্ত্র দাও
খাদ্যহীনকে খাদ্য দাও
চিকিৎসা হীনকে চিকিৎসা দাও
বিপদগ্রস্তকে মুক্ত কর
শুদ্ধ অশুদ্ধ বেঁছে চলো
দেখবে ঈশ্বর অনেক কাছে
ভয় নেই মন হৃদে
স্বর্গ পাবে বহু গুনে