মাগো আমি অবুঝ ছিলাম
বুঝিনি আমি আমার
জীবনের ভাবনা ।
আমি অবুঝ ছিলাম।
কত রঙিন আলো আমায়
দেখিয়েছে স্বপ্ন।
রাখবে আমায় বয়ে,
জীবন বড় নিষ্ঠুর,
ওরে অবুঝ মন।
রঙিন স্বপ্ন বিলিয়ে দিয়েছি।
নিষ্ঠুর যুবকের কাছে ।
মিষ্টি কথায় শেষ করেছে
জীবনের স্বপ্ন টুকো।
হঠাৎ হিংস্র জানোয়ার
ঐ যুবকের দল সবই নয়
নতুন রঙিন জীবনের লোভে
ফেলে দিয়েছি অতিতের ঘটনা।
পূষ্প একবার ফোটে
বারবার ফোটে না।
মাগো আমি অবুঝ
আমাকে সঙ্গ দাওনি তুমি
ভুলতো করেই থাকে
তোমার অবুঝ বালিকা।
তুমি বোঝাওনি জীবন বড় কঠিন।
দুঃসহ স্বপ্নের বাস্তবতা ।