চৌদ্দ  ফেব্রুয়ারি
এ দিবসে হাজারো জুঁটি।
নীতি করে রাখে স্মৃতি
সাজ্ব সজ্জায় হয়ে যেতে চায়
নকল নাথ,রমনী।
ভালবাসা নামের  অনুপম শব্দটাকে
অভদ্র ভাবে দেয় বোলি।
সকল যুগল নয় তবে
কিছু মানবেরা দেয় ধোঁকা
নারীরা বনে বোকা।
তারাই তো হয়
ওঁচা যুগল যুগলি
এ সময় আনমনা  বয়সের ফ্রেমটা
যৌবনের লহরি উতাল পাতাল।
দিক বিচার না করে
অল্প সময়ের জন্য সুখ খোঁজে তারা
ঘৃর্ণিত দিবস চৌদ্দ ফেব্রুয়ারি।