ফাল্গুনের আগমনে
উদ্ভিদের যৌবনের লহরি।
কোকিলের কুহু কুহু সুমধুর।
কৃষ্ণচূড়া মেতেছে লোহিত পুষ্পের
সৌন্দর্যের রূপের বাহার।
নানা রঙে রঙিন সাজিয়েছে তরুলতার রূপ।
শীত গ্রীষ্মের ভালোবাসায় ফাল্গুনের গুনগুনানি।
সুগন্ধ ছড়িয়ে দেয় কামিনি ফুল।
মৌমাছিরা দলবেঁধে মধু আহরণে ব্যস্ত বেলা।
উদ্ভিদরা ফিরে পেল মিলনের প্রেম মেলা।
নীলিমার গাঁ থেকে বৃষ্টির বারি
ফুলেরা ফুল ফোটে
কভু হয় না দেরী।
ফুল থেকে ফল হয়
উদ্ভিদরা মাতৃ বিটবি।
ফাল্গুনের ভালবাসায় ফিরে পায়
সুপ্ত অনুভূতি।