হাজার মানবের ঈদ পুলক
লক্ষ টাকার পোশাক
লক্ষ টাকা খরচ করে
তবু ঈদ পুলকে শেষ হয় না অভাব
এমন মানব হয়েছে তারা
নেই তো কোন ঈদ পুলক
পোশাক কি আর কিনবে ভাই
নেইতো কোন ঈদ পুলক
খাবার জোটে না ঈদ পুলকে
পোশাক কিনব কোন স্বাদে
ইসলাম ধর্ম শান্তি বলে
কত মানব ছুটে আসে
গরিব দুখির ঈদ পুলক
শান্তিধর্মে পালন হয় যেনো
মানবতার ঐ মানুষ আছে বলে
অসহায় ছিন্নমূল মানুষ
ঈদ পুলকে সুখ খোঁজে।