গাজা শহরের হাজার শিশুর আর্তনাদ
বর্বর হত্যাকাণ্ডের রেহাই কবে?
কিছু কিছু ক্ষমতাশীল রাষ্ট্রের
মায়া কান্নার অনুভূতি তামাশার স্বর্গরুপে
ভয়ানক কালো নৈশাষিক তান্ডব।
মুসলিম রাষ্ট্রের শাসকরা
ভুলে গেছো এই অবনি কি সর্বসর্বা?
একদিন তোমাদের ও ছাড়তে হবে অবনি।
নিষ্পাপ শিশুরা নিপাত হলে
দ্যুলোকের হবে খগ
পরকালে ইলাহির কাছে বলবে তারা
ক্ষমতাশীল মুসলিম রাষ্ট্রের
শাসকদের সাহায্য পাইনি মোরা।
আজ এদের বিচারের রায় চাই শুনানি ছাড়া।
সেই দিন হাসরের ময়দানে হবে
কাল বেলা।